এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের মিনাট গ্রামে নির্বাচনী বিরোধের জের ধরে দুই মেম্বার প্রার্থীর মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ২০ জন আহত হয়। শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মেম্বার প্রার্থী হাফিজ মিয়ার সাথে অপর মেম্বার প্রার্থী ইনসাব আলীর নির্বাচনী বিরোধের জের ধরে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় হান্নান,জাহাঙ্গীর, আহমদ আলী, মোছাব্বির, ইয়াসির, রাছনা বেগম,শরিফ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।