শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ৫ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। জানা যায়, গত ১৩ এপ্রিল বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠন কল্পে প্রতিষ্ঠাতা, দাতা, শিক্ষক ও অভিভাবক সদস্য পদে নির্বাচনে তফসিল ঘোষনা দিলে ১৭ এপ্রিল ৭ জন অভিভাবক সদস্য ও ১ জন মহিলা সংরক্ষিত অভিভাবক সদস্য মনোনয়ন পত্র সংগ্রহ করে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের কাছে দাখিল করেন।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন সকল প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই করার পর ৮ জন অভিভাবক সদস্য মনোয়ন পত্র বৈধ ঘোষনা করেন। এর মধ্যে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলার সংরক্ষিত কাউন্সিলর শিউলী বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা সংরক্ষিত অভিভাবক সদস্য নির্বাচিত হয়।
ফলে ৪ জন নির্বাচিত জন্য ৭ জন অভিভাবক সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়লে এক পর্যায়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচিত মেয়র মোঃ ছালেক মিয়ার নেতৃত্বে সমঝোতা জন্য ৭ জন অভিভাবক সদস্যকে নিয়ে গত ২৫ এপ্রিল বিকালে পৌরসভা অফিস কক্ষে বসে। এর মধ্যে ৩ জন অভিভাবক সদস্য মোঃ সোহরাব আলী (বিরামচর), মোঃ ইব্রাহিম মিয়া (নিশাপট),মোঃ তারেক মিয়া মামুন (দক্ষিণ বড়চর)। অবশেষে ৩জন অভিভাবক সদস্য প্রার্থী প্রত্যাহার করলে ৪ জন নবনির্বাচিত অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক (সাংবাদিক) সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (দাউদনগর), আব্দুল্লাহ আল মামুন (দক্ষিণ বড়চর), মেম্বার মোঃ মারাজ মিয়া (হামুয়া), মোঃ আব্দুর রাজ্জাক (মহলুল সুনাম)।