এম এ বাছির রাজা,মাধবপুর থেকে ॥হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই) কর্মসূচির আওতায় শিশু ও নারীদের জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিসেফের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্য্যালয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে র্কমশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ডাঃ কিশালয় সাহা, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া, সমাজ সেবা কর্মকর্তা সুলায়মান মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা হাফিজ উদ্দিন আহাম্মেদ, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি মজুমদার, সাংবাদিক মোঃ আইয়ুব খান, রাজীব দেব রায় রাজু, ইউপি সচিব মোঃ আলাউদ্দিন, এলসিবিসিই মাধবপুর উপজেলা অফিসার মোঃ হারুনুর রশিদ প্রমুখ।