এম এ বাছির রাজা,মাধবপুর থেকে॥ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ নিজনগর এলাকা থেকে বৃহস্পতিবার ভোর রাতে কূখ্যাত ডাকাত রেজাউল হক অভি (২৮) কে গ্রেফতার করেছে।
ওইদিন ভোরে থানার উপ- পরিদর্শক(এসআই) মুমিনুল ইসলা গোপন সুত্রে খবর পেয়ে নিজনগর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য উপজেলার নিজনগর গ্রামের আব্দুল মমিন মিয়ার ছেলে রেজাউল হক অভি কে গ্রেফতার করে। অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।