এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হর্কাস মার্কেটের টাকার হিসাব নিয়ে নতুন কমিটির ও পুরাতন কমিটির লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, সাবেক কমিটির সভাপতি বাবুল মিয়া,সহ সভাপতি সামছু মিয়া নব কমিটির সভাপতি ও সহ সভাপতির মাঝে হিসাব দেয়া ও নেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুই জন আহত হয়। এসময় আতংকে ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।
সরেজমিনে ওই কমিটির কয়েকজন ব্যবসায়ী জানান,হিসাব নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনাটি ঘটে তবে যে কোন সময় আবাও ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।