এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ পলাতক আসামীকে আটক করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হল, সদর উপজেলার রাজিউড়া গ্রামের আবু তাহেরের পুত্র সোবহান মিয়া (২৪), ভাটপাড়া গ্রামের শ্রী হরিদাসের পুত্র পরিতোষ দাস (২৫), মাহমুদাবাদ গ্রামের জিলু মিয়ার পুত্র মোস্তাফিজুর রহমান (৩০), রামনগর গ্রামের রেশন আলীর পুত্র আব্বাছ আলী (৩৫), মৃত আবু তাহেররের পুত্র আকরাম আলী (৫০) ও বগলাখাল গ্রামের আতাহার আলীর পুত্র আক্তার আলী (২২)। তাদের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।