এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ঘটিয়া বাজারের এস.ডি পাজার সামনের রাস্থা থেকে সোহেল মিয়া (৩০)নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে সদর থানা পুলিশ। সে ওই এলাকার আব্দুল মন্নানের পুত্র।
বৃহস্পতিবার রাত ৯টায় সদর থানার এএসআই নুরে আলম সিদ্দীকির নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায় চেক ডিজওনার মামলার আদালত থেকে তার নামে দুই মাসের সাজা এবং সোনালী ব্যাংকের থেকে নেওয়া রিন এর ১ লক্ষ ৫০ হাজার টাকার ফেরেত দেওয়ার আদেশর প্রেক্ষিতে তাকে আটট করা হয়েছে। এত দিন সে আত্মগোপনে ছিল।