এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে পালিয়ে যাওয়া প্রেমিকাকে দেড়মাস পর উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় প্রেমিকা সোহানা আক্তারের পিতা বিরাম উদ্দিন একই গ্রামের ফুল মিয়ার পুত্র প্রেমিক মফিজ মিয়া (২০) সহ ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ সুত্রে জানা যায়,গত ১৯মার্চ দুপুরে সোহানা আক্তার বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। অনেক খোঁজাখুজির পর ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোহানার আত্মীয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় মফিজ পালিয়ে যায়। এদিকে অপর একটি সুত্র জানায়, দীর্ঘদিন ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সোহানার পরিবার বিষয়টি মেনে না নেয়ায় তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। এ ঘটনায় সর্বত্র আলোচনার ঝড় বইছে।