স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের বাসা থেকে নায়েক ওরপে নায়েব মিয়া নামে এক কিশোরকে চোর সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তবে নায়েব জানায়, ওই বাসায় সে কাজ করতো। সে বানিয়াচং উপজেলার মকা গ্রামের জুয়েল মিয়ার পুত্র। পুলিশ সুত্রে জানা যায়,মকা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটির হবিগঞ্জ শহরস্থ বাসায় নায়েব গত মঙ্গলবার রাতে চুরি করতে যায়।
এ সময় পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে হাতেনাতে আটক করে। দীর্ঘক্ষণ আটকের পর মারধর করে বুধবার দুপুর ১২টায় সদর থানায় খবর দেয়া হয়। এসআই কেএম রাসেল ওই বাসা থেকে তাকে থানায় নিয়ে আসেন। এ দিকে আটক নায়েব সাংবাদিক ও পুলিশকে আক্ষেপ করে জানায় আমি চোর নই। বাসার মালিক আমার ঘনিষ্ট আত্মীয়। সে সুবাদে তাদের বাসায় আমি কাজ করতাম। সম্প্রতি কাজ করব না জানালে চুরির অভিযোগে আমাকে পুলিশে দেয়া হয়েছে।