স্টাফ রিপোর্টার ॥ স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় দুই জা’র সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের যুবদল কর্মী শাহ আলম (৩৫) ঘরে স্ত্রী-সন্তান রেখে স্ত্রীর অনুমতি ছাড়া পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে।
সে বাহুবল উপজেলার পুটিজুরি গ্রামের রিমা আক্তার (২০) কে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে শাহ আলমের সাথে তার প্রথম স্ত্রী নাছিমা (৩০) এর কলহের সৃস্টি হয়। এদিকে শাহ আলমের পক্ষ নেয় হেলাল মিয়া ও তার স্ত্রী মালেকা বানু (২৫)। এ বিষয় নিয়ে তাদের মাঝে প্রায়ই বাকবিত-া হত। গতকাল ওই সময় একই ঘটনায় নাছিমা ও মালেকা বানুর মাঝে বাকবিত-ার এক পর্যায়ে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নাসিমা আক্তার (৩০) ও মালেকা বেগম (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে মালেকার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এদিকে ঘটনার পরপরই উভয়পক্ষের লোকজন থানায় এসে ফের বাকবিত-ায় জড়িয়ে পড়ে। এ ব্যাপারে ওসি জানান,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।