এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে আংটি পড়ানোর ২৪ ঘন্টা যেতে না যেতেই প্রেমিকের সাথে পালিয়েছে এক যুবতী। এ ঘটনায় ওই এলাকায় আলোচনার ঝড় বইছে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মৃত রজি মিয়ার কন্যা হাফিজা আক্তার (২০) এর সাথে হবিগঞ্জ শহরের জনৈক আলন মিয়ার এর সাথে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য্য হয়। এ উপলক্ষ্যে বরপক্ষ গত ২৫ এপ্রিল বিকালে আলন মিয়ার মুরুব্বিরা হাফিজাদের বাড়িতে গিয়ে আংটি পড়িয়ে আসেন। ওই দিন রাতেই সে তার প্রেমিক এর হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
এ ব্যাপারে হাফিজার বোন জানায় কাওছারের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখান করায় তার বোনকে প্রলোভন দিয়ে নিয়ে গেছে কাওছার।