মোঃ রহমত আলী ॥ গ্রীষ্মের শুরুকেই টানা প্রচন্ড খরা ও তাপদাহে অতিষ্ট হয়ে পড়ছে জনজীবন। তীব্র উষ্ণতায় অসুস্থ হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুরা । হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া এলাকায় ড্রেনের ময়লা পানিতে গোসল করছে এক শিশু। হয়তো সে জানেনা ড্রেনের পানি নিরাপদ না,তবুও প্রখর উষ্ণতায় কিছুটা আরামের জন্য অবুঝ শিশুটি নিজেই ড্রেন থেকে পানি তুলে তার গায়ে ঢেলে দিচ্ছে।