চুনারুঘাট প্রতিনিধি: ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে চুনারুঘাট শহরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা।
বৃহস্পতিবার সকালে শহরের উত্তর বাজার থেকে মিছিল বের হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান মিছিলের নেতৃত্বে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ প্রমূখ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোট বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।