স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় গভীররাতে সিএনজি অটোরিকশার ভেতর অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।
আটকরা হল ঃ শহরের গোসাইপুর এলাকার মৃত মাহফুজ মিয়ার পুত্র রফিকুল ইসলাম ছোটন (২৫) ও বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা সফিক মিয়ার কন্যা শেফুল আক্তার বৃষ্টি (২০)। গত রবিবার গভীর রাতে সিএনজি অটোরিকশাযোগে তারা শহরের বিভিন্নস্থানে ঘুরেবেড়ায়। এ সময় বিষয়টি টহল পুলিশের দৃষ্টিগোচর হয়। চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির টিএসআই আবুল খায়ের তিনকোনা পুকুর পাড় এলাকা থেকে তাদেরকে আটক করে। এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, গতকাল সোমবার বিকালে মুচলেকা রেখে তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।