উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের চুড়ান্ত তালিকা গতকাল রবিবার রাতে প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।
৬ ইউনিয়নে একক প্রার্থী তালিকা আওয়ামীলীগের দলীয় প্রধান কেন্দ্রে প্রেরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর মধ্যে গতকাল রবিবার ৪ টায় আওয়মীলীগের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম চুড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন। অনুমোদনকৃত ৬ টি ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীল নেতা সমর চন্দ্র দাশ, ২ নং বড় ভাকৈড় (পূর্ব) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়মীলীগ নেতা মেহের আলী মহালদার, ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জামাল হোসেন, ৪ নং দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়শীলীগ নেতা আবু সাঈদ এওলা মিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. দিলাওর হোসেন, ৯ নং বাউশা ইউনিয়নে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক ।
আজ সোমবার সকালে বাকী ৭ টি ইউনিয়নের চেয়ারম্যানদের প্রার্থী তালিকা চুড়ান্তবাবে অনুমোদন করা হবে আওমীলীগের দলীয় সুত্রে জানাগেছে।
নবীগঞ্জে ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯ শত ৫৭। নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জের সর্বত্র উৎসবমুখর পরিবেশের বিরাজ হয়েছে।
উল্লেখ্য আগামী ২৮ শে মে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।