এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে অর্ধশাতাধিক আহত হয়েছে।
রবিবার সকালে এ সংঘর্ষ হয়।
জানা যায়, তৃতীয় ধাপে বানিয়াচং উপজেলার ১৩ ইউনিয়নে শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯নং পুকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করেন নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়া ও সুরত আলী। নির্বাচনে সুরত আলী জয়লাভ করেন। সুরত আলীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণার পর তার লোকজন আনন্দ মিছিল শুরু করেন। গতকাল সকালে সুরত আলীর লোকজন আনন্দ মিছিল বের করলে পরাজিত মেম্বার প্রার্থী জুয়েলের সমর্থক ও সুরত আলীর সমর্থকের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়।
খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মাঝে আব্দুল করিম (৩৫), কমলা (২০), জলিল (৩৫), উজ্জ্বল রায় (২৫), আজিজ মিয়া (৩৫), ইছাক মিয়া (৫৫), আব্দুল হামিদ (৩৫), রহিম আলী (২৫), হারুন (৩০), সাজিদ (৫০), হাবিবুর রহমান (৩৫) জালাল আহমেদ (৩৫), সোনা মিয়া (৩৫), এখলাছ (১৮), জুসেন (১৮), সুমন (২০), ওয়াহেদ (৩৫), ফজলু মিয়া (৩০), জুয়েল (২৪), রশিদ (৩৫), জামাল (৪০), শাবান মিয়া (৪৫), এমদাদ (১৮), দুলাই মিয়া (৩৫) ও আছকির (৩৫) সহ কমপক্ষে ৩৬ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ অবস্থান করছে।