এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অবহেলায় রিহান নামের ৮ মাসের এক শিশু মারা গেছে। সে উপজেলার আইতন গ্রামের হেলাল মিয়ার পুত্র। গত ২০ এপ্রিল ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ওই শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেয়নি বলে অভিযোগ করেন শিশুর পিতা।
এদিকে দিনে দিনে শিশুটির অবস্থার অবনতি হলে রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এখানে শিশুটিকে নিয়ে এলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃত শিশুর দাদি ফুল বানু আহাজারী করে জানান, ডাক্তারদের অবহেলার কারণে তার নাতির মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভালোভাবে চিকিৎসা করলে তার নাতির মৃত্যু হতো না।