এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে এক প্রবাসিকে অপহরণের পর শ্লীলতাহানির চেষ্ঠার অভিযোগে ২ লম্পটকে আটক করেছে জনতা। তাদের ছাড়িয়ে নিতে সদর থানায় কতিত নামধারী যুবলীগ নেতা দাবিদার কবির আনছারীর দুই নেতা তদবীর করেও ব্যর্থ হয়।
আটক ব্যক্তিরা হল ঃ শহরে শায়েস্তানগর এলাকার ইব্রাহিম মিয়ার পুত্র মোহাম্মদ আলী রাজন (৩৫) ও পূর্ব তেঘরিয়া গ্রামের বহু অপকর্মের হোতা মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল মন্নান (৪০)। পুলিশ সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার বগাডুগি গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী ওমান প্রবাসি রোকেয়া খাতুন (৩০) রবিবার দুপুরে জজকোর্টে একটি মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন।
তিনি বাড়ি ফেরার পথে সদর থানার সামনে পৌছলে ওই দুই ব্যক্তি একটি টমটমে বসে নতুন ব্রীজের যাত্রী হাকতে থাকে। এ সময় রোকেয়া ওই টমটমের কাছে গেলে তারা তাকে কৌশলে টমটমে তুলে। এক পর্যায়ৈ তারা টমটমটি ধুলিয়াখাল বাইপাস সড়ক দিয়ে নিয়ে যায়।
উল্লেখিত দুই ব্যক্তি টমটমেই রোকেয়াকে যৌন হয়রানিসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। টমটমটি ধুলিয়াখাল-বাইপাস বাগমারা ব্রীজের নিকট পৌছামাত্র ওই মহিলা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে টমটমসহ ওই দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানার এসআই সুমন হাজরার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই ব্যক্তিকে আটক করে মহিলাও টমটম নং (১০৯৪) সহ থানায় নিয়ে আসে।
এদিকে থানায় আসার পর যুবলীগ নেতা দাবিদার তেঘরিয়া গ্রামের পিয়ারা মিয়া ও অপর এক যুবলীগ নেতা কবির তদবির শুরু করে। একজন রোকেয়ার পক্ষে অন্যজন আটক দুই ব্যক্তির পক্ষে অবস্থান নেয়। ফলে কোন সুরাহা না হওয়ায় ব্যর্থ হয়ে তাদেরকে ফিরে যেতে হয়। এ ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, জনতা দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে। এ মামলার প্রস্তুতি চলছে।