এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া এলাকায় টেম্পু উল্টে মামুনুর রশিদ (৩৫) নামে প্রাণ কোম্পানীর এক চালক নিহত হয়েছে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আতর আলীর পুত্র। রবিবার সন্ধ্যায় টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মালবাহী একটি টেম্পু অলিপুর থেকে রাজিউড়া ও উচাইল মালামাল দিয়ে আসার সময় পথে রাজিউড়া মসজিদেও সামনের সড়কের ব্রীজের নিকট পৌছা মাত্র টেম্পুটি উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদও থানার এস আই আঃ রহিম লাশের সুরতহাল করেন। পওে পরিবারের জিম্মায় লাশটি দেওয়া হয়।