এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বলকান্দি গ্রামে যৌতুকের জন্য জয়মঙ্গল (৩৫) নামের এক গৃহবধুর হাত ভেঙ্গে দিয়েছে পাষণ্ড স্বামী। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে লাখাই উপজেলার করাব গ্রামের গিরিশ মঙ্গলের কন্যা। আহত সুত্র জানায়, ১০ বছর আগে বানিয়াচং উপজেলার ওই গ্রামের মৃত রাজমোহন মঙ্গলের পুত্র মনিন্দ্র মঙ্গলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার স্বামী নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করে সে সংসার করতে থাকে। সংসার জীবনে দুই সন্তানের জন্ম হয়। সম্প্রতি মনিন্দ্র মঙ্গল অটোরিকশা কেনার জন্য জয়মঙ্গলের নিকট ৫০ হাজার টাকা দাবি করে। এতে সে অনিহা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। শুক্রবার রাত ৯টার দিকে পুনরায় একই দাবিতে নির্যাতন শুরু করে মনিন্দ্র। এক পর্যায়ে সে জয়মঙ্গলকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করলে তার একটি হাত ভেঙ্গে যায়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার দেবাশীষ দাস জানান, আঘাতের কারণে তার হাত ভেঙ্গে গেছে।