নবীগঞ্জ প্রতিনিধি : শনিবার সকালে দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রেক্ষাপট ও ম্যাগাজিনের প্রকাশনা এবং হিসাব প্রদান এবং ম্যানেজিং কমিটির সভাপতি আসক আলীকে অপসারন করা উপলক্ষে স্কুল ভবনে সাবেক শিক্ষক সামছুল হক কৌসর’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্টানে কোরআন তেলাওয়াত করেন শেখ গোলাম কিবরীয়া। সভায় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি আজিজুল হক শিবলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিজুল হক শিবলী, এডভোকেট আনসার খান, লন্ডন প্রবাসী সজ্জাদুর রহমান আলা মিয়া, জাতীয় পাটির সাবেক সভাপতি আনহার খান, এডভোকেট শাহজাহান সিরাজ, ডাঃ আবুল বাসার ও রুহেল মিয়া প্রমূখ।
আজিজুল হক শিবলী তার বক্তৃতায় তিনি ১০ বছর একাধারে স্কুলের সভাপতির দায়িত্ব পালন কালে দু’ নদী ভাঙ্গন থেকে স্কুল কে রক্ষা, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক বর্ধিত করন, ৩টি ভবন নির্মাণ, গেইট নির্মাণসহ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনাকালে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিগত নির্বাচনে তার প্যানেলের পরাজিত হওয়ার কথা উল্লেখ্য করে তিনি নতুন প্যানেল বিজয়ীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। সভায় এডভোকেট আনসার খান বলেন, বিগত স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট চাইলেন আলমগীর খানঁ, আর সভাপতি নিযুক্ত করেন আসক আলীকে। তা কোন ভাবেই মেনে নেয়া যাবে না।
তিনি বলেন, উক্ত আসক আলী বিগত দুই বার সভাপতি থাকা কালীন সময়ে স্কুলের অবকাটামো ধ্বংস এবং শিক্ষার মান উন্নয়নে তেমন ভুমিকা রাখতে পারেন নি। এছাড়া দীঘলবাক স্কুলের খেলাড় মাঠ ভুমিহীনদের নামে দখল করে নিজের বাড়িঘর নির্মাণ করেন। কাজেই ভুমি খেকো ও বুমি দস্যু াসক আলীকে কোন অবস্থায়ই স্কুলের সভাপতি হিসেবে দীঘলবাক বাসী মেনে নিবে না। তাছাড়া হাসপাতাল স্থাপনের নামে টাকা আত্মসাত, বিভিন্ন উন্নয়ন ৭ দিনের আল্টিমেটাম কর্মকান্ডে বিরোধীতাকারী আসক আলীকে সভাপতির দায়িত্ব দিলে স্কুলটি ধ্বংস হয়ে যাবে বলে বক্তাগন উল্লেখ্য করেন। আসক আলীকে সভাপতির পদ থেকে অপসারনের লক্ষ্যে আগামী শনিবার এক সমাবেশের ডাক দিয়েছেন এলাকাবাসী।