মুহাম্মদ আলমগীর, ঢাকা থেকে: সুনামগঞ্জ জেলা তথা ক্ষতিগ্রস্থ হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা ও বোরো ধান রক্ষার্থে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ঢাকাস্থ সচেতন সুনামগঞ্জবাসী।
মানববন্ধনে সিলেট বিভাগের যেসকল সংগঠন অংশগ্রহণ করেছে- তন্মধ্যে জালালাবাদ এসোসিয়েশন, দিরাই এসোসিয়েশন, তাহিরপুর সমিতি, মধ্যনগর সমিতি, জামালগঞ্জ সমিতি, বিসম্ভরপুর সমিতি, মৌলভীবাজার সমিতি, মাধবপুুর সমিতি, পরিবর্তনের জন্য চাই শিক্ষা প্রভৃতি সংগঠন।
মানববন্ধনে বক্তব্য রাখেন – সাবেক সাংসদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান, বিশিষ্ট সাংবাদিক সালেহ চৌধুরী, প্রকৌশলী মইনুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল বাতেন, জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি, সদস্য আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, ফজলুল কবির তুহিন, মোশতাক হোসেন চৌধুরী, লোকেশ চন্দ্র তালুকদার, টি এইচ এম জাহাঙ্গীর, রাজিব কুমার দাস, আলী মুর্শেদ খান, ইসমাইল হোসেন, হুমায়ুন চৌধুরী, সুভ্রাতা দাস খোকোন, হুমায়ুন মল্লিক, মনসুর আলম, অঞ্জন রায়, অসীম কুমার, পিংকু দাস, এডভোকেট রেজাউল করিম প্রমুখ।