শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
দেশব্যাপী ডাকা এই হরতালে শায়েস্তাগঞ্জে নিরুত্তাপ হরতাল চলছে। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার সকালে পৌর যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করলে আইনশৃংখলাবাহিনীর সর্তক অবস্থনে বেশিদুর এগুতে পারেনি নেতাকর্মীরা।
তাছাড়া হরতালে শহরের জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের মত শহরের উপর দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করেছে। তবে মহাসড়ক দিয়ে দুরপাল্লার কোনো গাড়ী চলাচল করেনি।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের উপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও টানা অবরোধের কারণে শিডিউল ছিল বির্পযয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াসিনুল হক জানান- যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।