স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে মাদক সেবনের টাকা না দেয়ায় পিতা-মাতাকে নির্যাতনের অভিযোগে কুলাঙ্গার পুত্র পৌর ছাত্রদল কর্মী তানভীর আহমেদ বাপ্পী (২০) কে আটক করেছে পুলিশ।
সে বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের জাহির উদ্দিনের পুত্র।
শুক্রবার দুপুরে সদর মডেল থানার পুলিশ সদস্য ইয়াসিনের নেতৃত্বে একদল গ্রাম পুলিশ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায় বাপ্পীকে নিয়ে তার মা-বাবা রাজনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। প্রায়ই সে মাদক সেবনের টাকার জন্য পিতা-মাকে নির্যাতন করতো। এ ছাড়াও তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
শনিবার তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে ।