এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে মহিলা ছিনতাইকারীর উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তারা হাসপাতাল, আদালত প্রাঙ্গণ, শপিং মলসহ বিভিন্ন এলাকায় অপরাধ কর্ম চালিয়ে যাচ্ছে।
শুক্রবার দুপুরে চৌধুরীবাজার এলাকায় এক মহিলার ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় ৩ মহিলা ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আটকরা হল, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী নাজমা (২৫), কালা মিয়া ওরপে শাবান মিয়ার স্ত্রী লিমা আক্তার (২৫), জাহাঙ্গীর আলমের স্ত্রী গুলনাহার (৩০)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে শহরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিল।