চুনারুঘাট প্রতিনিধি ॥ আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় একক চেয়ারম্যান প্রার্থী রজব আলী সমর্থনে বালিয়ারী গ্রামবাসীর উদ্যোগে এক বিশাল মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকালে বালীয়ারী গ্রামে আলোচনা সভায় বিশিষ্ট শিল্পপতী শোভা বিক্সের সত্ত্বাধীকারী মোঃ আব্দুল কদ্দুছ মিয়ার সভাপতিত্বে ও উবাহাটা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আসাদুজ্জামান রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় একক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রজব আলী। এতে বক্তব্য রাখেন, উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকবর আলী, সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ, শচীন্দ্র কলেজের প্রভাষক মোঃ শাহ আলম, যুবলীগ সভাপতি জামাল মেম্বার, বিশিষ্ট মুরুব্বী আফরাজ আহমেদ, বালিয়ারী গ্রামের বিশিষ্ট ঠিকাদার কামলা মিয়া, আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী, ছোরাব আলী, ইয়াকুত মিয়া, বেনু মিয়া, ফিরুজ মিয়া, নরুল আমিন, উবাহাটা তরুনলীগ আহবায়ক রুহেল, লিংকন, শাহ মোঃ মিজান, এখলাছ মিয়া, জলিল প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব রজব আলী বলেন, আপনারা আমাকে একবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করেন। উবাহাটা ইউনিয়নের মানুষের সকল সমস্যা সমাধান ও অবহেলিত ইউনিয়নের উন্নয়নের সকল কাজ করা সুযোগ দেন।
আমি চেয়ারম্যান না হয়েও ইউনিয়নের অধিকাং ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছি আরও দেব এবং অনেক উন্নয়মূলক কাজ করেছি। বালিয়ারী গ্রামের মানুষের সুখে দুঃখে সব সময় ছিলাম এখন আছি। সভায় বক্তরা বলেন, বর্তমান যুগের মানুষ উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকারও উন্নয়নের জন্য কাজ করে যাচেছ। তারা আরও বলেন নৌকা প্রতীক হলো স্বাধীনতা প্রতীক। তাই নৌকা মার্কায় বিজয় চিনিয়ে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।