হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জুনায়েদ আহমেদের নেতৃত্বে নাতিরাবাদ এলাকার শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল বুধবার আওয়ামী লীগের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ হচ্ছে দেশের গণমানুষের সংগঠন, দেশের স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত দেশের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মাধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এজন্য দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনতা সার্বভৌমত্ব আঁকড়ে ধরে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়া নাতিরাবাদ এলাকা থেকে আরো যারা যোগদান করেন আব্দুল হামিদ চুনু, মহীউদ্দিন শিপন, ছালেক মিয়া, মনিরুজ্জামান লিটন, তানভীর চৌধুরী, মহিবুর রহমান জিতু, আলমগীর মিয়া, রাজু সুহেল, রানা, আরজাহান, রাসু, সুবেল, সেলিম, আমীর আলী, ইসলাম, রইছ, লিমন, শাহীনুর, সাদ্দাম, মামুন, আব্দুল হাই, আব্দুল হক, উজ্জল, মাছুম, দিপু, ইমন, মেহের আলী, কালাম, সুহেল, আলীম, কাইয়ুম, জাহির, রাসেল, রিপু, উমরাজ, ইনন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মদ তাজ। প্রেস বিজ্ঞপ্তি