সিলেট প্রতিনিধি : সিলেট নগরী ও আশপাশের এলাকাতে আবারও প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টা থেকে টানা এক ঘণ্টা শিলাবৃষ্টি হয়। এ সময় তীব্র গতিতে ঝড়ো হাওয়া নগরীর জনজীবনে মুহূর্তের মধ্যে স্থবির হয়ে পড়ে। বিভিন্ন কাজে বের হওয়া সাধারণ মানুষকে বিভিন্ন শপিং মল ও রাস্তার পাশের দোকান পাশে আশ্রয় নিতে দেখা যায়। এই মৌসুমে শিলাবৃষ্টির এটি তৃতীয় ঘটনা।
সিলেট অঞ্চলে টানা ২০ দিন থেকে চলতে থাকা বৃষ্টিপাতে হাওর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। তলিয়ে গেছে কয়েক শত হেক্টর বোরো ধান। গত দুই সপ্তাহে বিভাগ জুড়ে বজ্রপাতে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সাঈদ বলেন , গত বছরের তুলনায় এ বছর বেশি বৃষ্টিপাত হচ্ছে। থেমে থেকে ঝড়ো বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে বলে জানান তিনি।
রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীতে অবিরাম বৃষ্টি হচ্ছিল।