এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলা ও সেনা সদস্যসহ ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায় ওই গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুর রহমানের সাথে প্রতিবেশী কামাল মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে কামাল মিয়া ও তার লোকজন আব্দুর রহমানের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
এ সময় উভয়পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী জাহানারা বেগম (৪৫), শিরীন আক্তার (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে।