এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো দালালদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। রোগী নিয়ে দুই দালালের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে দালালসহ ৫ জন আহত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের অভিযানে কয়েকজন দালাল ধরা পড়ে। এ সময় দালালরা গা ঢাকা দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দালালদের উপদ্রব বেড়েছে।
ওই সময় সদর হাসপাতালে জরুরী বিভাগের সামনে রোগীদের টানা হেচরা নিয়ে মালেক দালাল ও তাহির দালালের লোকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তেঘরিয়া গ্রামের মৃত সাধু মিয়ার পুত্র রিকশা চালক তাহির মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে রোগীদের মাঝে আতংক বিরাজ করছে।