চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুলের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
বুধবার দুপুরে ডিসিপি হাই স্কুলের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহারের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের অফিসে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সদস্য আলহাজ্ব হুসাইন আলী রাজন, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, আনোয়ার আলী, মোনায়েম চৌধুরী, রেজাউল করিম মাসুক, প্রধান শিক্ষক আঃ মতিন, নাবিনুল হক, সাইফুর রহমান, সোমা দত্ত। উপজেলা চেয়ারম্যান আবু তাহের ডিসিপি হাই স্কুলের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।