মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।। ইবতেদায়ী সমাপনীতে বৃত্তি পেয়েছে ঢাকাস্থ ডেমরা থানাধীন বাংলাদেশের সুনামধন্য ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার ছাত্র মোহা. মঈনুদ্দীন আহমাদ ।
সে দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম পত্রিকার বিশেষ প্রতিনিধি মোযযাম্মিল হকের আপন খালাত ভাই। তার বাবা ডুবাই প্রবাসী এবং মা একজন গৃহিণী। মায়ের সাথে সে ঢাকা থেকেই পড়াশোনা করছে।
মঈনুদ্দীনের গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভোলাউক গ্রামে। বাবা মায়ের ইচ্ছায় সে বড় একজন ইসলামিক স্কলার হতে চায়। মঈনুদ্দীন ২০১৫ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো বিষয়ে জিপিএ-৫ পায়। তার পরিবার ও বড় ভাই মাওঃ মোযযাম্মিল হক তার এমন সফলতায় মহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেছেন। এবং সকলের কাছে মঈনুদ্দীনের দোয়া চেয়েছেন।