বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান, জালালউদ্দিন সোমবার নির্বাচনী এলাকা নাজিরবাজারসহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেছেন। এসময় তিনি ধানের শীষ প্রতিকের জন্য ভোটারের কাছে ভোট দেয়ার আহবান জানান।
এদিকে সোমবার বিকেলে নাজিরবাজারে সৌখিন ক্রীড়া কাবাডি খেলোয়ার আয়োজিত কাবাডি টুনামের্ন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরিচালনা কমিটির সভাপতি শেখ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ডের মেম্বার আছাবউদ্দিন আছকির, ব্যবসায়ী আজহার মিয়া, বিএনপি নেতা জামাল আহমদ, শিক্ষানুরাগী ইকবাল হোসেন, আসাদুজামান নূর আসাদ, আবুল কালাম রুনু, আজাদ আহমদ। খেলায় ধারাবিবরনীতে ছিলেন আনোয়ার হোসেন।