প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার পক্ষ থেকে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর লিটিল বয় ক্লাবের ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
সোমবার বিকালে নূরপুর লিটিল বয় ক্লাবের খেলোয়াড়দের মধ্যে জার্সি দেওয়া হয়।
জার্সি বিতরণ করেন দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু।
জার্সি বিতরণকালে তিনি বলেন, শিশুদের মধ্যে খেলাধূলার বিকাশ ঘটানোর জন্য সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের এগিয়ে আসা উচিত। পড়ালেখার পাশাপাশি তাদেরকে খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে, এতে তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। ক্রমবর্ধমান নগরীর জীবনের চাহিদার প্রেক্ষিতে খেলাধূলার মাঠ এখন বসতবাড়ীতে পরিণত হয়েছে। তাই আমাদের সকলের উচিত তাদের খেলাধূলার জন্য একটু সুযোগ তৈরি করে দেওয়া।
জার্সি বিতরণের সময় উপসি’ত ছিলেন,সাবেক ফুটবলার আক্তার হোসেন, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম এর বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন অপু,মোবারক হোসেন পিন্টু প্রমূখ।