সৈয়দ শাহান শাহ্ পীর : আসন্ন ইউনিয়ন নির্বাচন নিয়ে হবিগঞ্জ জেলার গ্রামীণ জনপদ এখন ভোট দেয়া -নেয়ার আনন্দ উৎসবে মেতে উঠেছে। গ্রামীণ জীবনে শুধুইযে মেলা-বারনি আর বিভিন্ন অনুষ্ঠান করে আনন্দ উৎসবে মখূরীত হয় তাই নয়। এখন আনন্দের আরেকটি মাত্রা হচ্ছে নির্বাচন। তপশীল ঘোষণার সাথে-সাথে হবিগঞ্জ জেলার প্রতিটি গ্রাম এলাকায় বইছে নির্বাচনী হাওয়া।
প্রার্থীরা গণ-সংযোগ আর নানা কর্মকান্ডের মাধ্যমে নিজেদের উপাস্থাপন করছেন নানা কৌশলে। ভোটাররা নিজেদের দলের পছন্দের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নির্বাচিত করবেন। প্রার্থীরা এখন গ্রামসহ হাটবাজার, রাস্তাঘাট, খেলার মাঠ, মসজিদ, মাজার, মন্দির, ওয়াজ মাহফিল এবং বিভিন্ন অনুষ্ঠানসহ যেখানে একাধিক মানুষ দেখচ্ছেন সেখানেই ছুটে চলছেন।
এবারের নির্বাচনই দলিয়করণ ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। উল্লেখ্য, দলিয়করনের কারণে নির্বাচন আনন্দের পাশাপাশি সহিংসতারও আশংক্কা রয়েছে।