সৈয়দ শাহান শাহ্ পীর : ঢাকা সিলেট মহাসড়ক মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে দারুনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে খানাখন্দকের সৃষ্টি হচ্ছে।
প্রকাশ্যে প্রতিনিয়ত ২৫ থেকে ৫০ টন মালাবোঝাই ভাড়ী যানবাহন যাতায়াত করছে। এ সড়কে এ অবস্থা চলতে থাকলে অতি অল্প দিনেই সড়কটি ক্ষতিগ্রস্ত হবে। এতে ঘটতে পারে নানা দূর্ঘটনা। অতি শ্রীঘ্রই এ সড়কের সুতাং অলিপুর অংশে পণ্যবাহী ট্রাকের ওজন মাপার যন্ত্র এক্সেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা প্রয়োজন।