চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের নয়ানী গ্রামের বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষেরা বেধরক মারপিট করে গুরুতর আহত করেছে মা ও মেয়েকে।
তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার বিকালে এদের মারধর করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, পৌর শহরের নয়ানী গ্রামের জৈন উল্লা তার বসত বাড়ির সীমানা নির্ধারণ পাকা দেয়াল তৈরী করছেন। এর মধ্যে তার সহোদর ভাই আইন উল্লার ছেলে সহিদুল সাইফুল বাজে বাদা প্রদান করে। কথা কাটাকাটির এক পর্যায়ে জৈন উল্লার মেয়ের জামাই কামাল মিয়া (৩০), উল্লেখিতরা দেশীয় লাঠি সোটা নিয়ে মারপিট করে।
তাকে বাচাতে তার স্ত্রী ডলি আক্তার (২২) ও তার শাশুরী শায়েদা আক্তার এগিয়ে আসলে তাদেরকে মারপিট করে রক্তরাক্ত জখম করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। যেকোন সময় আবারও তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।