এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ভঙ্গুরহাটি গ্রামের জমির ভাগ ভাটোয়ারা নিয়ে সৎ ভাই বোনের সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ভাই রিপন মিয়ার সাথে তার সৎ বোন রেশমী আক্তারের জমি ভাগ দির্ঘ দিন ধওে জমি ভাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। কয়েকবার বিচার সালিশও করেছেন। গ্রাম্যা মুর্ম্বীরা । ওই বিরুধের জের ধওে মামলা কওে বোন এন্সিলেন্ট অফিসে ৩১ ধারার শোনানী ছিল র্এ সময় উপস্থিত অফিসকর্মীরা ও অফিসে আসা অন্যান্যরা তাদেরকে শান্ত করেন।
এর জের ধওে বাড়ি যাওয়ার সময় সধূও বাজারে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় রিপন মিয়া (২৫), আছকির মিয়া (৫০), ফারুক মিয়া (৪২), আলামিন (২২) ও গিয়াস উদ্দিন (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিপন মিয়া (২৫) এর অবস্থার অবনতি হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।