মোঃ রহমত আলী ॥ হবিগহঞ্জে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের ঘাটিয়া এলাকায় বাইপাস সড়ক থেকে তাকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী আজমীরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের রাজধন মিয়ার পুত্র মোঃ আব্দুর করিম (২৫)। পুলিশ সূত্রে জানাযায়,
হবিগঞ্জ সদর মডেল থানার এস আই আব্দুর রহিম এর নেতৃত্বে ভিত্তিতে একদল পুলিশ নিয়ে গোপন সংবাদে জেনে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের আগমন টের পেয়ে করিম পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে ৮ লিটার চোলাইমদসহ তাকে গ্রেফতার করে পুলিশ ।
আজমীরীগঞ্জে বিক্রি করার জন্য চোলাইমদ সে নিয়ে যাচ্ছিল বলে করিম জানায়।