এটিএম সালাম, নবীগঞ্জ ॥আমি তনু’র পরিবারের সদস্য নই। তবে ওই পরিবারে রয়েছে আমার নিবিড় সম্পর্ক। তনু’র কাকা আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই বিন্দু দা, স্নেহাসিশ কৃপাসিন্দুসহ পরিবারের সদস্যদেও কমবেশী জানি, বুঝি। কিশোর কাল থেকেই ওই পাড়ায় বন্ধু-বান্ধবদের বাসায় যাতায়াত, আড্ডা। সেই থেকে তনুকে জানি।
তাই তনু’র জীবনে যে অঘটনটা ঘটে গেল তা মেনে নিতে পারছি না। তাদেও পরিবারের অনেক সংগ্রামের স্বাক্ষী আমি। ওরা হার মানার মতো মানুষ নয়।
বিন্দু দা নবীগঞ্জের একজন গুনী সংগ্রীত শিল্পী। ছোট ভাই কৃপাসিন্দু ভাল একটি ব্যাংকে চাকুরী করে। অরূপ সুত্রধর তনু তাদের বড় ভাই বেনু সুত্রধরের ছেলে। ৪ ভাই-বোনের মাঝে সে বড়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে শেষবর্ষেও ছাত্র।
পড়ালেখা শেষ করেই ভাল চাকুরী করে পরিবারের হাল ধরবে, এমন স্বপ্ন ছিল তার। সে স্বপ্নে আজ বালি ধরেছে। শনিবার বন্ধুর বাড়ি বড়লেখায় বাসন্তি পূজা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চলে গেছে না ফেরার দেশে। তার ছোট ভাই তপু ড্রাম প্যাড বাজাঁয় মঞ্চে মঞ্চে। অনেক সুনাম রয়েছে তার। অতীতের সকল দুঃখ, কষ্টকে জয় করে ভালোর দিকে যাচ্ছিল পরিবারটি। তনু যে ভাবে স্বপ্ন দেখতো তার পরিবারকে নিয়ে, পরিবারের লোকজনও স্বপ্ন দেখতো মেধাবী ছাত্র তনুকে নিয়ে।
কিন্তু বিদ্যুতের এক ঝটিকা আঘাতে সব লন্ড ভন্ড। তনু চলে গেছে না ফেরার দেশে। খুব প্রয়োজনীয় তনু, স্বপ্ন বাহক তনু, আশার প্রদীপ তনু। মৃত্যুঞ্জয়ি সুত্রধর তনু নবীগঞ্জ বাজারের সুপরিচিত কাঠ ব্যবসায়ী প্রয়াত বৈকুন্ঠ সুত্রধরের নাতী। বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরে নবীগঞ্জে পৌর শশ্মানঘাটে চিতায় ছাঁই হলো রবিবার।
তার মৃত্যু, একটি পরিবারের জন্য হাহাকার। তনুকে ফেরত পাবার আশা নেই। তবুও প্রশ্ন তনুদেরে এভাবে না নিলে হয় না প্রভু ? আমার আত্মার আত্বীয় নয় সে, তবুও খুব কষ্ট হচ্ছে মনে। তনু এ ভাবে চলে গেলে কেন বাবা ? তনুর আত্মার শান্তি কামনা করি।
লেখক ঃ- এটিএম সালাম, সাবেক সভাপতি, নবীগঞ্জ প্রেস ক্লাব