এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের সুপরিচিত কোর্ট এলাকায় অবস্থিত চাদের হাসি ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে রিপোর্ট নিয়ে টাল-বাহানার অভিযোগ উঠেছে। তাদের টাল-বাহানার কারণে হাফিজুর রহমান নামক এক যুবক সংকটাপন্ন বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আব্দুল করিমের পুত্র হাফিজুর রহমান জানান, যক্ষাসহ নানান রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে গেলে তাকে চাদের হাসি হাসপাতালে এক্স করার জন্য পাঠান।
গত ২২ মার্চ তার বুক এক্সরে করে প্লেইট দেওয়া হয়। কিন্তু রিপোর্ট পরে নিয়ে যাবার জন্য বলে। কিন্তু বার বার যাবার পরও তারা রিপোর্ট না দিয়ে নানান রকম টাল-বাহানা করে। এক পর্যায়ে শনিবার সে রিপোর্ট আনতে গেলে তাকে গাল-মন্দ করে তাড়িয়ে দেয়। শুধু তাই নয় এরকম আচরণ আরও বহু রোগীদের সাথে করে বলে অভিযোগ রয়েছে। এতে করে নানান ভোগান্তিতে পড়েন।