নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরান আহমদ ছানু দীর্ঘদিন কারাভোগ শেষে গতকাল বুধবার জামিনে মুক্তি পেলে ওই দিন সন্ধায় দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা কাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মালা দিয়ে বরণ করেন। এ সময় অন্যানে ̈র মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, ওলামা দলের সহ-সভাপতি মাওঃ মো ̄Íফা আল হাদী,সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যোশেফ বখত চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জিতু মিয়া সেন্টু, এড. আব্দুস সাহিদ তালুকদার, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি প্রমূখ। এ সময় নেতবৃন্দ বলেন, ছাত্রলীগের অভ ̈ন্তরীন কোন্দলের জেরধরে মেধাবী ছাত্রনেতা হেভেন চৌধুরী খুন হয়। কিন্ত এ মামলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরান আহমদ ছানুকে ষড়যন্ত্র মূলক ভাবে জড়ানো হয়েছে। এ মামলায় দীর্ঘদিন কারাভোগ করে জামিন নিয়ে যুবনেতা ফিরে আসায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। নেতবৃন্দ উ৩ মামলা থেকে ছানু কে অব্যাহিত দেয়ার দাবী জানান।