এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : শনিবার ঢাকার সায়দাবাদ এলাকায় মিতালী,সাগরীকা ও সুরমা পরিবহনের শ্রমিকরা হবিগঞ্জ-ঢাকার রোডে অগ্রদুত পরিবহনে হামলা চালায়। এসময় তারা ২ টি অগ্রদুত বাস ভাংচুর করে এতে ৩ শ্রমিক আহত হয়। এ খবর হবিগঞ্জ এর শ্রমিকদের মধ্যে জানাজানি হলে তারা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্থাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় অবস্থান নেয় এবং মহাসড়ক অবরোধ করে দেয়। এসময় মিতালী,সাগরীকা ও সুরমা পরিবহন দেখা মাত্রই হবিগঞ্জের শ্রমিকরা হামলা চালাতে চাইলে খবর পেয়ে শায়েস্থাগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ বাধা দেয়।
উত্তেজিত শ্রমিকদের সামাল দিতে পুলিশও হিমশিম খাচ্ছে তবে বড় ধরণের কোনো অঘটন ঘটেনি। কিন্তু উত্তেজিত শ্রমিকদের ধাওয়াতে মহিলাসহ ৭/৮ জন যাত্রী আহত হন।
এব্যাপারে অগ্রদুত পরিবহনের মালিক ফজলুর রহমান লেবু জানান, ঢাকার সায়দাবাদ এলাকায় তার ২টি গাড়ি ভাংচুর করেছে বলে নিশ্চিত করেন। তিনি আরো বলেন, সিলেট এক্সপ্রেস এবং মিতালী,সাগরীকা ও সুরমা পরিবহনের ঝামেলা হয়েছিল গত ৩দিন আগে তাহলে আমার গাড়ির দোষ কি ছিল। তারা ঢাকায় আমার গাড়ি ভাংচুর কেন করল।
ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন আমার শ্রমিক জানিয়েছে ২টি গাড়িরই গ্লাস এবং গাড়ির ভিতরের ও ভাংচুর করেছে গাড়ি না আসলে সম্পূর্ন টা জানাতে পারব তবে শ্রমিকের ভাষ অনুযায়ী প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকাল ৮ ঘটিকার সময় হবিগঞ্জ বিরতিহীন শ্রমিক এবং দিনাজপুর থেকে ছেড়ে আসা সাগরিকা বাসটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় হবিগঞ্জের বিরতিহীন টার্মিনালে আসলে যাত্রী উঠা নামা নিয়ে হবিগঞ্জ বিরতিহীন ও সাগরিকা শ্রকিমদের মাধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে সিলেট কদমতলী ও ব্রাদ্রার্স পোট্রোল পাম্প এর কাছে অতর্কিত হামলা চালায়। হামলায় বাস টার্মিনালে হবিগঞ্জ এক্সপ্রেস বিরতিহীন ৪ জন শ্রকিককে বেধরক মারধোর করে তারা। এতে হবিগঞ্জ বিরতিহীনের ৪জন শ্রমিক আহত হন পরে তাদেরকে উদ্ধার করে ১মে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পরে নিরাপত্তার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে ভোর ৬ ঘটিকা থেকে দুপুর ১২ পর্যন্ত শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ সৃষ্টি হয় ও কয়েকটি গাড়ী ও দোকান পাট ভাংচুর করা হয়। ধাওয়া পাল্টা ধাওয়া মাধ্যমে মাধ্যমে চলে সংঘর্ষ চলে এ সময় উভয় পক্ষের প্রায় ১৫ জন শ্রমিক এবং ১ জন পথচারী মহিলা আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় ঢাকা সিলেট মহা সড়ক ৩ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। শনিবার সকাল থেকে হবিগঞ্জ বিরতিহীন শ্রমিক এবং সুরমা, মিতালী, সাগরিকা শ্রকিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবার রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এ নিয়ে নতুন ব্রীজ এলাকার ব্যাবসায়ী এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক রিরজ করছে।
এদিকে হবিগঞ্জ-সিলেট লাইনের কর্যকরী কমিটির নেতা মো: আনুয়ারুল ইসলাম জানান, আমাদের দাবী আমাদের হল:- আমাদের শ্রমিকদের নিরাপত্তা, গাড়ির নিরাপত্তা আর কিছু না। আর তা না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে প্রয়োজনে ঢাকা-সিলেট অচল করে দেব।
তবে আর কোনো সংঘর্ষ যাতে না হয় এজন্য নতুন ব্রীজ এর পুরো এলাকা অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।