এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামে নির্বাচনী পূর্ব বিরোধের জের নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, একই গ্রামের আওয়াল মিয়া ও বজলু মিয়ার মধ্যে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরুধের জের ধরে উভয়ের পক্ষেও মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় অনু মিয়া, আক্কাছ মিয়া, বজলু মিয়া, খালেক মিয়া, আনোয়ার মিয়া, আওয়াল মিয়া, জহুর আলী, কাদির মিয়া ও হেলাল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।