এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার বাকর নগর গ্রামে যৌন হয়রানী ঘটনার জের ধরে বখাটেদের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মতিন মিয়ার স্কুল পড়–য়া কন্যা শেফালি আক্তার (১৪) কে উত্যক্ত করত একই গ্রামের ক্ষিরাজ মিয়ার পুত্র বাহার মিয়া (২৫)। এক পর্যায়ে এ বিষয় নিয়ে সালিশ বৈঠকে বসলে পরিবারের লোকজন বাহারকে অন্যত্র বিয়ে করায়্।
এরপরও বাহারের কুনজর শেফালির উপর থেকে সরেনি। সম্প্রতি বাহার শেফালির পিতা মতিনের কাছে বিয়ের প্রস্তাব দেয়। এতে সে অপরাগতা প্রকাশ করিলে বাহার ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাহার একদল বখাটে নিয়ে মতিনের বাড়িতে হামলা ভাংচুর চালায়।
এতে মতিন বাধা দিলে বখাটেরা তাদের কে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মতিন (৪৫), তার স্ত্রী রাহুলা বিবি (৪০), কন্যা শেফালি বেগম (১৪) ও রবিউল মিয়া (৬০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।