এস এইচ টিটু : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানাধীন পুরাসন্দা ও সুরাবই এর মধ্যবর্তী স্থানে ঢাকা গামী যাত্রীবাহী ইউনিক বাস ও বিপরিত দিক থেকে আসা চাউল বুজাই (ঢাকা মেট্রো-ট-১৬-৬৭১৪) ট্রাকের সংর্ঘষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসালয়ে প্রেরণ করেন।তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি। মহাসড়ক প্রায় ১ঘন্টা বন্ধ থাকে।
পুলিশ সুত্রে জানাযায়,মহাসড়কে জনজট লাগার কারণে একিই সময় একিই স্থানে অপর দিকে দাড়ানো গাড়ির মধ্যে (ঢাকা মেট্রো-উ-১৪-১১৪২) প্রাণ আর এফ এল কোম্পানির ট্রাক সামনের যাত্রী বাহী বাসকে ধাক্কা দিলে ট্রাকের ড্রাইভার এবং হেলফার সহ আরও ৫ জন আহত হয়।পরে পুলিশ দুঘর্টনাস্থল থেকে গাড়ী উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন পিপিএম এর সত্যতা নিশ্চিত করেছেন।