আজিজুল হক নাসিরঃ পথি মধ্যে একদল দুর্ধর্ষ অটো রিক্সার ড্রাইভারকে মারধর করে নগদ ৪৭হাজার ৫শত টাকা ,একটি মোবাইল ও একটি অটো রিক্সা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গঠনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে।
জানা যায়,১৫ এপ্রিল সকাল ৯ঘটিকায় উপজেলার কালিশিরি গ্রামের মৃত ইসহাক মিয়ার পুত্র মোঃ হোসেন আলী(৫৫)কালিশিরি বাজারের ব্যবসায়ী মতিন মিয়ার মোদি মাল নিতে ৪৭৫০০টাকা চুনারুঘাট বাজারের উদ্দেশ্যে আসছিলেন।
ইনাতাবাদ গ্রামস্থ মসজিদের পাশে আসতেই উৎ পেতে থাকা দুর্ধর্ষদের কবলে পড়েন।
দুর্ধর্ষরা তাকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা-মোবাইল ও অটো রিক্সাটি ছিনিয়ে নেয়।
খবর পেয়ে আহত হোসেন আলীর স্বজনরা তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন এবং তার পুত্র হাসমত আলী বাদি হয়ে ইনাতাবাদ গ্রামের চাঁন মিয়ার পুত্র তিতু মিয়া (৩০),কালিশিরি গ্রামের জামাই দেওয়ান মিয়ার পুত্র মস্তু মিয়া(৩২)ইনাতাবাদ গ্রামের জারু মিয়ার পুত্র বাচ্চু মিয়া(৩০) ও মৃত ডেংরা মিয়ার পুত্র চাঁন মিয়াকে অভিযোক্ত করে মামলা দায়ের করেন।
একই দিন বিকেল পাঁচটায় এস আই বিপ্লবের নেতৃত্বে একদল পুলিশ ইনাতাবাদ গ্রামের জাহির মিয়ার বাড়ী থেকে অটো রিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।