তোফাজ্জল হোসেন অপু ॥ হবিগঞ্জ সদর উপজেলার নূরপুরে হাজী আফরাজ আলী মডেল হাইস্কুলে নবচেতনায় কোমলমতি শিক্ষার্থীদের বাংলা নববর্ষ উদযাপন।
১৪ই এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাজী আফরাজ আলী মডেল হাইস্কুলের সামনে বর্ষবরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনে নানা সাজে নিজেকে সাজিয়ে বর্ষবরণ অনুষ্টানে অংশ গ্রহন করে। আনন্দ, উচ্ছাসের মধ্য দিয়ে আগামীকে জয় করার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা প্রথম দিনে নতুন বছরকে বরণ করে নেয়।
সকালে শিক্ষাঙ্গন থেকে বর্ণাঢ্য শুভাযাত্রা প্রদর্শণ করা হয়। শুভাযাত্রা শেষে বিভিন্ন নাটিকা, কৌতুক, অভিনয় ও খেলাধুলা পরিবেশন করে শিক্ষার্থীরা।