সিলেট: সিলেটে নগরীর তলাতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে শিবির নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে তালতলা নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে শিবির নেতাকর্মীরা নগরীর শেখঘাট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিটি নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় একটি সিএনজি অটোরিকশা আগুন ধরিয়ে দেয় মিছিলকারীরা। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভায়। পুলিশ আসার আগেই শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।
এর আগে সকাল ৯টার দিকে নগরীর দৌকিদেখি এলাকায় শিবির নেতাকর্মীরা দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে।
প্রসঙ্গত, সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তারের প্রতিবাদে শিবির ও মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদল আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।