আজিজুল হক নাসিরঃ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে চুনারুঘাটের গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের গভার্ণিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিবাবকের ভোটের মাধ্যমে ৯ জন প্রার্থীর মধ্য থেকে ৪জনকে অভিবাবন প্রতিনিধির সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে।
উক্ত গভার্ণিং বডির নির্বাচনে কলেজ শাখায় ১৩৩ ভোট পেয়ে কোনাগাঁও গ্রামের বাবুল মিয়া প্রথম ও ১০০ ভোট পেয়ে গাজীপুর গ্রামের আবুল কাশেম ২য় নির্বাচিত হয়েছেন।
স্কুল শাখায়, ৩৪৩ ভোট পেয়ে কাটানি পাড় গ্রামের জালাল খাঁন ১ম ও ২২১ভোট পেয়ে গোবর খলা গ্রামের নজরুল ইসলাম ২য় নির্বাচিত হয়েছেন।
ভোটার এবং প্রার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে সুন্দর এবং গ্রহণ যোগ্য নির্বাচন সম্পন্নে ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রফিক আলী।
নির্বাচিত সদস্যরা তাদের নির্বাচিত করায় সকলকে অভিনন্দন ও সুন্দর ভাবে দায়িত্ব পালন করার লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।